দিনাজপুরের নবাবগঞ্জে মাটির নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে নির্মাণাধীন মসজিদের পিলারের গর্ত খণন করাকালে মাটি ধ্বসে মাটির নিচে চাপা পড়ে আজিজুল ইসলাম (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামের মৃত আজাদ আলীর ছেলে।
আজ সোমবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ভাদুরিয়া বাজারে নির্মাণাধীন জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম জানান, নিমার্নাধীন ভাদুরিয়া বাজার জামে মসজিদের পিলার স্থাপনের জন্য কয়েকজন শ্রমিক গর্ত খননের কাজ করছিল। কয়েক ফুট গর্ত খননের পর হটাৎ উপরের মাটি ধ্বসে নিচে পড়ে গেলে অন্যান্য শ্রমিকরা গর্ত থেকে বের হলেও আজিজুল মাটির নিচে চাপা পড়ে। এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনার বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি তাওহীদুল ইসলাম।