৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

কুড়িগ্রামে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন

আমাদের প্রতিদিন
1 year ago
152


কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিশনাল পুলিশ সুপার মো. রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালন করা হয়। এটি একটি বিশ্বব্যাপী প্রচারাভিযান । যা ১৯৯৬ সালে সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন (সিএইচসি) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যার লক্ষ্য মানুষের কল্যাণ এবং স্বাস্থ্যের উপর শব্দের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth