রংপুরে মহানগর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে দেশব্যাপী তীব্র তাপদাহ মোকাবিলায় রংপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে মহানগর ছাত্রলীগ।
আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেলে নগরীর কালেক্টর ঈদগাহ মাঠ এলাকায় বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করে নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজানুর ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক মো: রিপন বাবু,সহ-সভাপতি আসাদুজ্জামান রাজা, মেজাবা উদ্দিন আহমেদ
যুগ্ন সাধারণ সম্পাদক, এহসানুল কবীর আলিফ,সাংগঠনিক সম্পাদক সাদিয়া হক,ফেরদৌস আহমেদ, ফাহিম ফয়সাল সহ ওয়ার্ড বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ প্রসঙ্গে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। আমরা ৩৩ টি ওয়ার্ড প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ করবো।তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংকটকালীন মূহুর্তে মহানগর ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।