বিরলে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন
বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
বিরলে ৩ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন করা হয়েছে। এ ৩ টি ইউনিয়নে উপজেলার ৪৫৯ জন আনসার ও ভিডিপি সদস্য এবং সদস্যাকে দায়িত্ব প্রদান করা হবে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রতিনিধি সার্কেল মনজুরা বেগম, বিরল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মর্জিনা বেগম, বিরল উপজেলা টিআই মোঃ সোহেল রানা, বোচাগঞ্জ উপজেলা টিআই তারেক হোসেন, মনিটরিং সদস্য আল আমিন, বিপ্লব প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল এ ৩ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালনের জন্য উপজেলার ৪৫৯ জন আনসার ও ভিডিপি সদস্যকে চুড়ান্ত করা হয়।