২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় কাউনিয়ায়

আমাদের প্রতিদিন
7 months ago
100


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

সারাদেশে চলছে দাবদাহ সেইসাথে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ইতোমধ্যে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। একই চিত্র উত্তরবঙ্গেও। চলমান এ দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রত্যাশায় রংপুরের কাউনিয়ায় ইসতিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আল আকসা আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা মো: শফিউল আজম।

নামাজ শেষে বৃষ্টির আশায় করা হয় বিশেষ মোনাজাত। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে, বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন, বৃষ্টি না হওয়ার কারণে প্রকৃতি উত্তপ্ত হয়ে উঠছে। স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। এজন্য আল্লাহর রহমতের বৃষ্টি প্রার্থনা করেন তারা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth