৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

রংপুর নগরীতে পথচারিদের ছাতা, ক্যাপ, পানি ও স্যালাইন দিল যুবলীগ

আমাদের প্রতিদিন
9 months ago
210


নিজস্ব প্রতিবেদক:

সারা দেশের মতো অব্যাহত দাবদাহে পরিস্থিতিতে পথচারিসহ রিকশা চালক ও শ্রমিকদের সুপেয় পানি, গরম সহনীয় ছাতা, ক্যাপ ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখা। শনিবার দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে এ সহায়তামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। এতে এক হাজার পিস পানির বোতল, একশ ছাতা, একশ ক্যাপ এবং এক হাজার মানুষের মধ্যে সুপেয় পানি বিতরণ করা হয়। এর পাশাপাশি হিট স্ট্রোক রোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করে যুবলীগের নেতাকর্মীরা।

রংপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি লক্ষ্মীণ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোহাম্মদ সোহেল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. কাইফ ইসলাম। সঞ্চালনা করেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগের সহ—সভাপতি নওশাত আলম রাজু, সহ—সভাপতি আনোয়ার জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামিম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহিনুর ইসলাম গাজী, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনুল মর্তুজা মেরিন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, উপ—প্রচার সম্পাদক নাহিদ হাসান সাদ্দাম প্রমুখ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth