রংপুরে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
নিজস্ব প্রতিবেদক:
তীব্র দাবদাহ থেকে পরিত্রাণসহ রহমতের বৃষ্টি ও শীতল প্রকৃতির আকুতি নিয়ে শনিবার রংপুর মহানগরী ও জেলার হারাগাছে পৃথক পৃথকভাবে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শনিবার সকাল থেকে নগরীর সাতমাথা এলাকার পূর্ব খাসবাগ সবুজপাড়া ও হারাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজ আদায় করেছেন বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। এছাড়াও মহানগরীর মাহিগঞ্জ থানার আরাজীমন খামার কাইদাহারা প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছে স্থানীয় মুসল্লিরা। এতে শতশত ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেয়। তারা মহান আল্লাহর দরবারে তীব্র দাবদাহ থেকে পরিত্রাণসহ রহমতের বৃষ্টি ও শীতল প্রকৃতির আকুতি জানায়।