১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুন, ২০২৫ - 16 June, 2025

পলাশবাড়ী‌তে জাতীয় আইনগত সহায়তা দিবস উপল‌ক্ষে র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
105


বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ী‌তে জাতীয় আইনগত সহায়তা দিবস উপল‌ক্ষে র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

এ উপল‌ক্ষে স্মাট লিগ্যাল এইড,স্মাট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে এক বর্নাঢ‌্য র‌্যালী উপ‌জেলা প‌রিষ‌দ চত্ত্বর থে‌কে বের হ‌য়ে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে  উপ‌জেলা নির্বাহী অ‌ফিস কার্যাল‌য়ে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

এসময় বক্তব্য রা‌খেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহামাদুল হাসান,থানার ওসি তদন্ত লাইছুর রহমান, সাবেক কমান্ডার আব্দুর রহমান, সাংবা‌দিক  সিরাজুল ইসলাম রতন, আশরাফুল ইসলাম, মাসুদার রহমান মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth