৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

ফুলবাড়ীর বালারহাট ভারতীয় যুবক আটক

আমাদের প্রতিদিন
11 months ago
149


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিজিবি এক ভারতীয় যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক যুবককে জেল হাজতে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটককৃত যুবক ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ী গ্রামের নয়ারহাটের জাহেদুল মিঞার ছেলে মোঃ বাদল মিঞা।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সাপ্তাহিক হাটের দিন ওই ভারতীয় যুবক উপজেলার বালারহাটের গরুর হাটিতে সন্ধার পরে গরুর মার্কেটে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করলে বালারহাট বিজিবি’র সদস্যরা বিষয়টি জানাতে পারে। পরক্ষণে বিজিবি তাকে বালারহাট বাজার থেকে আটক করে বিওপিতে নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদে নিজেকে ভারতীয় বলে জানায়। আটক ভারতীয় যুবক সীমান্তের বালাতারী গ্রামের আন্তর্জাতিক পিলার ৯৩১ এর নিকট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃঞ্চ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয়কে অনুপ্রবেশের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth