সদ্যপুস্কুনি ইউনিয়নের পালিচড়া বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুরের নির্বাচনী গণসংযোগ
পাগলাপীর রংপুর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলা ৪ নং সদ্যপুস্কুনি ইউনিয়নের পালিচড়া বাজারে নির্বাচনী গণসংযোগ করেন ৩ নং চন্দনপাট ইউনিয়ন পরিষদের দুই বারের সফল ও জন-নন্দিত সুযোগ্য চেয়ারম্যান , জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার চেয়ারম্যান প্রার্থী জনাব মোঃ আমিনুর রহমান। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান বলেন আমি আপনাদের সেবক হিসাবে পাশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো। তার পক্ষের কর্মী সমর্থকদের সাথে নিয়ে ৪ নং সদ্যপুস্কুনি ইউনিয়নের পালিচড়া বাজারে সাধারণ মানুষজনকে সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান বলেন আমি একটি স্মাট উপজেলা পরিষদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সদর উপজেলা পরিষদ গড়ে তুলতে চায়। তাই জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও দোয়া চায়।