গজঘণ্টা ইউপি উপনির্বাচনে ইউসুফ আলী সদস্য নির্বাচিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য হিসেবে ইউসুফ আলী নির্বাচিত হয়েছেন।আজ রবিবার (২৮ এপ্রিল ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ইউসুফ আলী বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ১ হাজার ২শত ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল মিয়া ১ হাজার ৯৪ ভোট পেয়েছেন এবং নজরুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে ৫শত ৩৩ ভোট পেয়েছেন।
নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গজঘণ্টা স্কুল ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট নেওয়া হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন ও সহকারী শিক্ষা অফিসার সুলতান সালাহ উদ্দিন।
নির্বাচন পর্যবেক্ষণ করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা,
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীসহ স্থানীয় সাংবাদিকরা।
উল্লেখ্য, অসুস্থতা জনিত কারণে ২ নং ওয়ার্ডের সদস্য লাল মিয়া মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।