ডোমারে রেড ক্রিসেন্টের আয়োজনে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
নীলফামারীর ডোমারে গত কয়েকদিনের চলমান তাপদাহে ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জীবনযাত্রা। প্রচন্ড তাপদাহে এই শ্রমজীবী মানুষদের স্বস্তি প্রদানের লক্ষ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি ডোমার ইউনিটের আয়োজনে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০শে এপ্রিল) দুপুরে ডোমার বাজার এলাকায় রেডক্রিসেন্ট সোসাইটির নীলফামারী জেলা ইউনিটের সহযোগিতায় শ্রমজীবী সাধারণ পথচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।
বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির ডোমার উপজেলা ইউনিটের যুব প্রধান ও ডোমার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুরাগ সাহা পিয়াল, বিভাগীয় উপ-প্রধান নিবিড় কুন্ডু দ্বীপ, যুব সদস্য আব্দুর রশিদ, সাইদ বিন ইসলাম, শাকিল ইসলাম, খোকন, অন্তর, রাহিম, মাহামুদ হাসান সহ যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যবৃন্দ।