গঙ্গাচড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় র্যালি, আলোচনা সভা, ফুটবল প্রীতিম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বুধবার (১লা মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। গঙ্গাচড়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম বাচ্চা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক মোঃ রেজাউল করিম সুরুজ, কামেল শেরাফি মাহবুব রাজিব, স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড এর এইচ আর ম্যানেজার রেজাউল করিম রাজী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জমিদার রহমান টাইগার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাবিবা আখতার সীমা, গঙ্গাচড়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনসহ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিকেলে ফুটবল প্রীতিম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।