৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

উপজেলা নির্বাচনে অংশ নিতে গঙ্গাচড়ার আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনের পদত্যাগ

আমাদের প্রতিদিন
8 months ago
251


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় আলমবিদিতর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার (৩০ এপ্রিল) গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

মোকাররম সুজন রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তিনি গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য পদে রয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

পদত্যাগপত্রে মোকাররম হোসেন সুজন উল্লেখ করেছেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে আমি অদ্য ৩০/০৪/২০২৪ তারিখ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে চেয়ারম্যান পদ হতে পদত্যাগ পত্র প্রদান করিলাম।

গঙ্গাচড়া উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবু বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ নিবার্চনে অংশ নেয়। দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা দেখতেছেন সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেয়াও হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার  নাহিদ তামান্না জানান, আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান মোকারম হোসেন সুজন নিজেই নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগ পত্র পাওয়ার পর আমরা ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করেছি। এখন থেকে ইউনিয়নটির চেয়ারম্যানের সকল দায়িত্ব পালন করবেন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। এবিষয়ে আমরা ইউনিয়ন পরিষদের সচিব বরাবর একটা চিঠি পাঠাবো।

উল্লেখ্য, গত ১৭ই এপ্রিল তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট গ্রহন ২৯ মে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth