১২ মাঘ, ১৪৩১ - ২৫ জানুয়ারি, ২০২৫ - 25 January, 2025

গঙ্গাচড়ায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
8 months ago
101


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।  উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, বেতগাড়ী ইউনিয়ন  পরিষদ চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম সরকারের গৃহীত একটি দীর্ঘ প্রসারী চিন্তা চেতনার ফসল। এই পেনশন স্কিম জনগণের ভবিষ্যত সঞ্চয় হিসেবে কাজ করবে বলে জানান তাঁরা। এছাড়া দ্রুত উপজেলার সকলকে এই পেনশন স্কিমের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের নিচতলায় সর্বজনীন পেনশন স্কিম এর হেল্প ডেক্সের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth