সাঘাটায় অজ্ঞাত ব্যক্তির লাশের ঠাই হলো আঞ্জুমান মফিদুলে
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় এক অজ্ঞাত ব্যক্তির লাশের ঠাই হলো আঞ্জুমান মফিদুলে। ঘটনাটি ঘটে ২৯ এপ্রিল বিকাল ৪টায় বোনারপাড়া রেল স্টেশন এলাকায়। বোনারপাড়া জি.আর.পি থানার সূত্রের জানা যায়, উক্ত অজ্ঞাত ব্যক্তি (৭০) এর লাশ স্টেশনের উত্তর পার্শ্বে স্থানীয়রা দেখতে পায়। পরে থানা পুলিশকে সংবাদ দেয় ডিউটিরত স্টেশন মাস্টার আহসান হাবীব। ওই দিন অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে জি.আর.পি থানা পুলিশ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়লে অনেকেই লাশটি সনাক্তের জন্য স্টেশনে ভিড় করে। গাইবান্ধার পিবিআই টিম ফিঙ্গার প্রিন্ট বিশেষষ্ণ দল পরিচয় সনাক্তের জন্য চেষ্টা করে কিন্তু বয়সের কারণে সনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও জি.আর.পি থানার এস.আই সুমন পারভেজ সুরতহাল রিপোর্ট ক্রাইমসিন ম্যানেজমেন্টের সহযোগিতা নেন। জি.আর.পি থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, বাধক্যজনিত ও হিটস্ট্রোকের কারণে মৃত্যু হতে পারে বলে ধারনা করা হয়। লাশটি ৩০ এপ্রিল লাশের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। পরবর্তী সময়ে কোন ওয়ারিশ না থাকায় বুধবার আঞ্জুমান মফিদুলে লাশটি হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, তার পড়নে ছিল লাল রংয়ের শার্ট, আকাশি রংয়ের চেক লুঙ্গি। এছাড়াও লাল শপিং ব্যাগে গামছা, ১টি লাল শার্ট ও ১’শ টাকা ছিল।