সাতআনি রাঘবেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজ সেবক রাবিউল ইসলাম
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
সাতআনি রাঘবেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজ সেবক রবিউল ইসলাম। অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে আজ বৃহস্পতিবার তিনি সভাপতি নির্বাচিত হন। রাবিউল ইসলাম মিলনপুর ইউনিয়নের মিলনপুর গ্রামে মৃত আবুল হোসেনের বড় ছেলে। তিনি স্থানীয়ভাবে সমাজ সেবক হিসেবে ব্যাপক পরিচিত ব্যক্তি। রাবিউল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকায় মিস্টি বিতরণ করেছেস তার শুভাকাঙ্খিবৃন্দ।
উপজেলা আইসিটি কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারের কার্যলয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাতআনি রাঘবেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিদের ভোটে রাবিউল ইসলাম সভাপতি নির্বাচিত হন। আগামীতে ওই বিদ্যালয়ের উন্নয়নে সকল কার্যক্রম পরিচালনা করবেন এই কমিটি। নব নির্বাচিত সভাপতি রাবিউল ইমলাম বলেন, সাতআনি রাঘবেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়টি নিভৃত পল্লীতে অবস্থিত। সেখানে যুগোপযোগি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন করা আমার একমাত্র চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, যারা আমাকে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।