২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

গঙ্গাচড়ায় মাদ্রাসা ও মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি-বাবলু

আমাদের প্রতিদিন
5 months ago
281


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের  মনির উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার (শিশু সদন) বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য  আসাদুজ্জামান বাবলু।

শুক্রবার (৩ মে) দুপুরে জুম্মার নামাজ আদায় শেষে তিনি এ নির্মাণ কাজের  উদ্বোধন করেন  এবং ২ লক্ষ টাকার বরাদ্দ প্রদান করেন। পরে তিনি একই ইউনিয়নের দক্ষিণ হাবু বায়তুর নূর জামে মসজিদের নির্মাণ কাজের  উদ্বোধন করে সেখানে ১ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন।

উদ্বোধন কালে গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী,সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টন ,ঠিকাদার রেজাউল করিম সুরুজ, কামেল শেরাফী  মাহবুব, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে অসুস্থ সাবেক গজঘণ্টা  ইউপি চেয়ারম্যান ডাঃ আজিজুল ইসলাম ঘুটুর নিজ বাড়ি হাবুতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর এবং রোগমুক্তি কামনা করেন এমপি আসাদুজ্জামান বাবলু। এরপর বিকেলে দক্ষিণ পানাপুকুর চৌধুরীহাট কৃষ্ণ মাস্টারের বাড়িতে চার প্রহর অনুষ্ঠানে যোগদান করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth