৫ ফাল্গুন, ১৪৩১ - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ - 17 February, 2025

উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশন সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
9 months ago
234


ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

আসন্ন ডোমার উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নীলফামারীর ডোমারে ভোট গ্রহনকারী সকল কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশন সচিবের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ৩রা মে উপজেলা পরিষদের হলরুমে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ পর্যায়ের প্রথম দফায় ডোমার উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর পিপিএম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।

মতবিনিময় সভায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি প্রমুখ।

 এছাড়াও উক্ত মতবিনিময় সভায় সকল প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, আগামী ৮মে (বুধবার) ছষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ডোমার উপজেলা পরিষদ নির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth