রংপুরে এমপি জাকিরের সঙ্গে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন থেকে মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলসকে পুনরায় চালুর অনুরোধে রংপুরের মিঠাপুকুর আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ।
আজ শনিবার (৪ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এমপির নিজ বাসভবনে গিয়ে বন্ধ চিনিকল চালুর বিষয়ে সংসদে বলার জন্য অনুরোধ জানিয়ে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।
সংসদ সদস্য জাকির হোসেন সরকার বলেন, রংপুর জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো এবং সংসদে বিষয়টি তুলে ধরবো।তিনি আরও বলেন,মিঠাপুকুরের আখ চাষিরাও সুগার মিলস্ টি চালুর দাবি জানিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা,সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সরকার ডাবলু, আখচাষি সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর,যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান সোহাগ, নাগেরহাট ইক্ষু ক্রয় কেন্দ্রের সভাপতি বাবু সিংহ রায় হেলেঞ্চা ইক্ষু ক্রয় কেন্দ্রের সভাপতি আ. হালিম বালুয়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সভাপতি এমদাদুল হক,জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান রাফি,জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মাহিদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ২আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বন্ধ হওয়া সুগার মিল গুলো যেন পুনরায় চালু হয় সে ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।