২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

গঙ্গাচড়ার নোহালীতে বাংলা নববর্ষ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
7 months ago
274


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলা নববর্ষ উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব কচুয়া তিস্তা যুব সংঘের আয়োজনে শনিবার রাতে কে.এন.বি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। নোহালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এমপি প্রতিনিধি  আব্দুল মতিন অভি, শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক আশেকুজ্জামান লিটন,খোবাইদ বীন আদ্বী (রাঃ) এতিমখানা কচুয়ার পরিচালকহাফেজ মোঃ হায়দার আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু বলেন, আমি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, গঙ্গাচড়া থেকে যে অর্থনৈতিক অঞ্চল চলে গেছে সেটি নিয়ে আসার জন্য কাজ করবো। বেকার যুবকদের জনসম্পদে রুপান্তর করতে তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করবো। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করছি। আলোচনা সভা সঞ্চালনা করেন নোহালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজমুল হোসেন সুরুজ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth