৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের ইন্তেকাল

আমাদের প্রতিদিন
4 months ago
257


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গজঘণ্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম ঘুটু আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সোমবার ( ৬ মে ) ২:৩০ মিনিটে গজঘণ্টা ইউনিয়নের তালুক হাবু দীঘলটারী গ্রামের  নিজ বাড়ীতে ইন্তেকাল করেন তিনি। আজিজুল ইসলাম ঘুটু দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাত ৯টা ৩০মিনিটে তালুক হাবু দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের ভগ্নিপতি সাংবাদিক আব্দুল বারী দুলাল।

আজিজুল ইসলাম ঘুটু'র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ,জাতীয় পার্টি ও  বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth