১ আষাঢ়, ১৪৩২ - ১৬ জুন, ২০২৫ - 16 June, 2025

কুড়িগ্রামে ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন জানিয়ে ছাত্র সমাবেশ

আমাদের প্রতিদিন
1 year ago
269


কুড়িগ্রাম প্রতিনিধি:

ফিলিস্তিনে শিশু-নারীসহ নিরিহ মানুষকে হত্যা ও যুদ্ধ বন্ধের দাবীতে বিশ্বব্যাপী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা নানান কর্মসূচি পালন করেছে।

সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে ফিলিস্তিনী জাতীয় পতাকা উত্তেলান, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে। পরে কলেজ গেটের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি, সদর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান রাব্বী, কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি আরেফিন, বিজয় কুমার সেন, নুরনবী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রমুখ। এসময় শিক্ষার্থীরা ফিলিস্তিনে ইসরাইলি হামলার তীব্র নিন্দাসহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পাশাপাশি এই হামলা বন্ধের দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth