২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার আসামি গ্রেফতার

আমাদের প্রতিদিন
6 months ago
364


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে শালিসের কথা বলে  মোবাইল ফোনে ডেকে নিয়ে চাঞ্চল্যকর রাজু ইসলাম বাবু (৩২) হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (১০মে) বিকেলে র‍্যাব ১৩ অধিনায়কের উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মোঃ খলিল ফকির গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছি এলাকার মৃত দবির ফকিরের ছেলে।

মামলার এজাহার সূত্রে র‍্যাব জানায়, রাজু হত্যা মামলার আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন সময় রাজু ইসলাম ওরফে বাবু(৩২) তার পরিবারের লোকজনকে মারধর খুন জখম করা সহ জান মালের ক্ষতি সাধনের হুমকি দিয়ে আসছিল।

ঘটনা দিন গত ১৭ এপ্রিল বিকেল চারটার দিকে খলিল ফকির মোবাইল ফোনের মাধ্যমে রাজুকে স্থানীয় সালিশের বৈঠকে ডাকে এবং রাজু সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে রাজুকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

স্থানীয়রা রাজুকে গুরুতর- আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এম্বুলেন্সের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে ৯ টার দিকে তিনি মারা যান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth