গঙ্গাচড়ায় নিখোঁজ বাক-শ্রবণ প্রতিবন্ধীর সন্ধান চান বাবা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ি এলাকা থেকে বাক শ্রবণ প্রতিবন্ধী মোঃ রিফাত বাবু (১৯) নিখোঁজ হয়েছেন। রিফাত বাবু আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ি এলাকার মোঃ সহিদার রহমানের ছেলে।
নিখোঁজ রিফাত বাবু'র সন্ধান চেয়ে তার বাবা শনিবার (১১ মে) গঙ্গাচড়া মডেল থানায়
থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।সাধারণ ডায়েরিতে উল্লেখ, গত ২ এপ্রিল প্রতিদিনের ন্যায় সকাল ১১ টার দিকে রিফাত বাবু বাড়ি হতে বের হয়ে যায়। এর পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। কোন জায়গায় তার সন্ধান না পাওয়ায় সাধারণ ডায়েরি করেন তার বাবা সহিদার রহমান।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া গেলে তার বাবা গঙ্গাচড়া মডেল থানা অথবা ০১৩২৪০৬৩৭৫৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।