২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

আমাদের প্রতিদিন
6 months ago
195


নিজস্ব প্রতিবেদক:

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে বরাবরের মতো এবারও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে রংপুর ক্যাডেট কলেজ। এই কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে ৪৭ জন, মানবিক বিভাগ হতে দুইজনসহ মোট ৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। রোবার দুপুরে ফলাফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন,  ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি এই ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ। ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth