২৪ ভাদ্র, ১৪৩১ - ০৮ সেপ্টেম্বর, ২০২৪ - 08 September, 2024
amader protidin

আমাদের প্রতিদিন অফিসে দুর্ধষ চুরি

আমাদের প্রতিদিন
3 months ago
264


নিজস্ব প্রতিবেদক:

আমাদের প্রতিদিন অফিসে দুর্ধষ চুরি সংঘঠিত হয়েছে। গত শনিবার রাতে অফিসের বারান্দার দেয়াল ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল ভেতরে প্রবেশ করে। এরপর সেখান থেকে অফিসের প্রায় ১০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে চলে যায়। চলতি মাসের শেষের দিকে ওই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল।

চোরেরা ভেতর থেকে দরজা ভাঙ্গে ফেলতে না পারায় অন্য কোন মালামাল নিতে পারেনি। তবে দেয়ালের ভাঙ্গা অংশ দিয়ে যে সব মালামাল বাইরে নেয়া গেছে সেই সব মালামালের মধ্যে বাথরুম ও রান্নাঘলের স্টীলের বিভিন্ন ফিটিং খুলে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

  

সর্বশেষ

জনপ্রিয়