১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

জাতীয় ভাবে "স্বপ্নজয়ী মা" দেওয়ানগঞ্জের অবিরণ নেছা

আমাদের প্রতিদিন
2 months ago
123


নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে "বিশ্ব মা দিবস-২০২৪" উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই স্বপ্নজয়ী মাকে বিশেষ সম্মাননা স্মারক, সনদ, ২০ হাজার টাকার প্রাইজ বন্ড এবং উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সিমিন হোসেন (রিমি), এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা সংগ্রামী এক মায়ের নাম মোছাঃ অবিরণ নেছা। স্কুলে পড়ার সৌভাগ্য তার হয়ে ওঠেনি। অল্প বয়সেই তার বিয়ে হয় মোঃ আলমাস হোসেনের সাথে, যিনি কৃষি কাজের পাশাপাশি ছোট ব্যবসা করতেন। দরিদ্রতার মধ্য দিয়ে ছয়(০৬) সন্তানকে নিয়ে চলে তাদের অভাবের সংসার। তিনি বাড়িতে ফলের গাছ ও সবজি চাষের পাশাপাশি হাঁস-মুরগি, গরু, ছাগল-ভেড়া পালন করে স্বামীর অভাবের সংসারে হাল ধরেন। নিজে পড়াশোনা না করতে পারলেও সন্তানদের পড়াশোনার ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত আগ্রহী। তিনি স্বপ্ন দেখতেন সন্তানেরা পড়াশোনা শেষ করে একদিন বড় অফিসার হবে। একটা সময় গিয়ে সন্তানদের পড়াশোনার খরচ যোগান দেয়া তাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠলেও তিনি ভেঙ্গে পড়েননি। শত কষ্টের মাঝে সন্তানদের পড়াশোনার খরচ চালিয়ে যান। এ নিয়ে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সহ অনেকেই বিরূপ মন্তব্য করলেও তিনি তার লক্ষ্য থেকে বিন্দুমাত্র পিছুপা হননি। তিনি ধৈর্য ধারণ করতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন যাতে করে শত কষ্টের মাঝেও তিনি তার সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন। তার সন্তানদের মধ্যে চার(০৪)জন দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। তার এক ছেলে ড. মোঃ রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী(ছেলের বউ) রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করে জাপান থেকে সদ্য পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন। আরেক ছেলে মোঃ রেজাউল করিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করে বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রংপুরে কর্মরত আছেন। তার স্ত্রী (ছেলের বউ) আনন্দমোহন কলেজ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। ছোট ছেলে ডাঃ এস.এম. আরিফুল ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী শেষ করে ৪০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেওয়ানগঞ্জে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী(ছেলের বউ) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে জনতা ব্যাংক, দেওয়ানগঞ্জ ব্রাঞ্চে অফিসার পদে কর্মরত আছেন। ছোট মেয়ে নুরুন্নাহার নুরী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে সদ্য অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে সোনাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। তার স্বামী(মেয়ের জামাই) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন । স্বপ্নজয়ী মা অবিরণ নেছা জানান, সন্তানদের শিক্ষা দেওয়া ছিল আমার জীবনের সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা। যেকারণে সন্তানদের সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি। সন্তানেরা এখন সমাজে সুপ্রতিষ্ঠিত ও মানুষের কল্যাণে নিবেদিত। আসলে এই ধরনের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হবো কখনো ভাবিনি। আমি আমার সন্তানদের মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি মাত্র, ফলাফল হিসেবে পেয়েছি সন্তানের সফলতা। আজ তার স্বীকৃতি স্বরুপ "স্বপ্নজয়ী মা" সম্মাননা পেয়ে আমার অনেক ভালো লাগছে। ইত:পূর্বে তার জীবন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ মহিলা বিষয়ক অধিদপ্তরের 'জয়িত অন্বেষণ কার্যক্রম' এর আওতায় ২০২২ সালে "সফল জননী" ক্যাটাগরিতে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে মনোনীত হয়েছেন এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ডাংধরা কর্তৃক "রত্নগর্ভা মা" সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন। তিনি আমাদের সমাজে সবার জন্য অনুকরণীয় একজন স্বপ্নজয়ী মা।

 

সর্বশেষ

জনপ্রিয়