১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

লাগামহীন পশুর হাট অতিরিক্ত টোল আদায়

আমাদের প্রতিদিন
2 months ago
72


রাণীশংকৈল:

ঠাকুরগাঁওয়ের দুটি উপজেলার তিনটি সাপ্তাহিক হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে।

জেলার রাণীশংকৈল উপজেলার শনিবারের কাতিহার, রবিবারের নেকমরদ এবং হরিপুর উপজেলার মঙ্গলবারের যাদুরাণী পশুর হাটে  অতিরিক্ত টোল আদায় করা হয়।

ক্রেতা ও স্থানীয়দের অভিযোগ হাটের ইজারাদাররা লাগামহীনভাবে সরকারি নিয়মনীতিকে তোয়াক্কা না করে পশুক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করে থাকেন। অজ্ঞাত কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করেছেন বলে জানান ক্রেতারা।

এসব সাপ্তাহিক হাট ঘুরে খোঁজ নিয়ে জানা গেছে, গরুপ্রতি ২৩০ টাকা হারে টোল আদায় করা নিয়ম থাকলেও হাট ইজারাদার ৫০০ শত টাকা এবং ছাগলের ৯০ টাকা টোল নেওয়ার নিয়ম থাকলেও নেওয়া হচ্ছে ১৮০ টাকা।

এপ্রসঙ্গে কাতিহার গরুর হাটের ইজারাদারের পাটনার ওয়াহেদের কাছে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে  ইউএনও জানেন।

রাণীশংকৈল উপজেলা  নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, টোল বৃদ্ধির জন্য লেখা লেখি করা হচ্ছে। তার পরেও বিষয়টি দেখা হবে।

সর্বশেষ

জনপ্রিয়