১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

কুড়িগ্রামে পুকুরের পানিতে খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

আমাদের প্রতিদিন
2 months ago
93


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে লিপন (৬) এবং মেহেদী হাসান (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ১৫ মে দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপন ওই এলাকার রাশেদের ছেলে এবং মেহেদী হাসান মাঈদুলের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া স্হানীয়দের বরাতে জানান,গরমের কারণে পুকুরের পানিতে গাছের গুড়িতে উঠে খেলতে ছিল শিশু দুজন। খেলতে খেলতে একসময় গাছের গুড়ির নিচে পরে যায়। এসময় পানির নিচে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শিশু দুটি। পরে স্থানীযরা টের পেয়ে ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান,পুকুরের পানিতে গাছের গুড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সরকার পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাড়াপ্রতিবেশি সবাই বাকরুদ্ধ হয়ে গেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়