২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
4 months ago
256


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় স্কাউটিং করি, স্মার্ট বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলার সভাপতি নাহিদ তামান্নার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস কমিশনার ও ধামুর পুর্বপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান। উপজেলা কাব লিডার সফিয়ার মো. জাকিউল আলম স্বপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক, জেলা স্কাউটস সম্পাদক আব্দুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলায়মান আলী, স্কাউটস সহসভাপতি ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, স্কাউটস সম্পাদক আবুল কাশেম।

আলোচনা শেষে কাউন্সিল অধিবেশনে পুনরায় কমিশনার হিসেবে মতিয়ার রহমান, সম্পাদক হিসেবে আবুল কাশেম ও সহসভাপতি হিসেবে আব্দুল আখের মিঞা, ১ নং কমিশনার হিসেবে গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এনামুল হক ও উপজেলা কাব লিডার হিসেবে সফিয়ার মো. জাকিউল আলম স্বপনকে স্কাউটস বিধি অনুযায়ী নির্বাচিত করা হয়। এছাড়াও স্কাউটস বিধি অনুযায়ী অন্যান্য সকল পদে নির্বাচিত করা হয়। এর আগে সকালে  জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলন করে কাউন্সিল সভার শুরু হয়। সভায় এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভিসহ কাব লিডার, ইউনিট লিডার, গ্রুপ সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth