ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সরকারী ভাবে ২০২৪—২৫ অর্থ বছরের বোরো মৌসুমের ধান-চাল সংগহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে এর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ডাঃ হামিদুল হক খন্দকার।
জানাগেছে,২০২৪—২৫ অর্থ বছরে উপজেলায় ১৭৩৪ মে.টন চাউল, ১০৩৩ মে. টন ধান এবং ৮২ মে.টন আতব চাউল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৫ টাকা, প্রতি কেজি ধান ৩২ টাকা এবং প্রতি কেজি আতব চাউল ৪৪ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। ধান চাল সংগ্রহ অভিযান চলতি বছরের আগষ্ট মাস পর্যন্ত চলবে। ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন—উপজলো খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, চাতাল মালিক সমিতির সভাপতি আলী হোসেন ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ওয়াহেদ আলী, ব্যবসায়ী মোহাম্মদ আলী ক্লে, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমুখ।