৭ ফাল্গুন, ১৪৩১ - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ - 19 February, 2025

গঙ্গাচড়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন এর  গণসংযোগ

আমাদের প্রতিদিন
8 months ago
324


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া বাজারে গণসংযোগ করেছেন গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন (কাপ-পিরিচ) । শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি গঙ্গাচড়া বাজার ও লক্ষীটারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। প্রচারণায় নেমে বিপুল মানুষের সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব

রুহুল আমিনের সাথে থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গণসংযোগ শেষে তিনি লক্ষীটারী ইউনিয়নের মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করেন। বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ মিছিল নিয়ে পথসভায় যোগ দিতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান সম্পাদক আশেকুজ্জামান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, গজঘন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী,লক্ষীটারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মমিনুল ইসলাম রব্বানী, লক্ষীটারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল হোসেন আশরাফী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth