২১ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৫ ডিসেম্বর, ২০২৪ - 05 December, 2024

উত্তম জাফরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার 'ম্যানেজিং কমিটি'র প্রথম সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
6 months ago
633


গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি:

রংপুর মহানগরীর উত্তম জাফরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার 'ম্যানেজিং কমিটি'র প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ মে) রবিবার  দুপুরে মাদ্রাসার হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ম্যানেজিং কমিটির  নবনির্বাচিত সভাপতি ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম, মাদ্রাসার(ভারপ্রাপ্ত)অধ্যক্ষ আমিরুজ্জামান, অভিভাবক সদস্য আলম মিয়া, আফজাল মিয়া, শফিকুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য  মোস্তাফিজার রহমান মিঠু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সহিদার রহমান সিও,

হাজির হাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন , হাজির হাট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেদওয়ানুল রতন, সহকারী শিক্ষক সোলায়মান আলী, শাহিনুর রহমান, মহিলা শিক্ষক প্রতিনিধি নাজমা সিদ্দিকা, সহকারী শিক্ষক শামিম মিয়া, ইবনুল হাসান তুষার প্রমুখ।

সভায় মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আব্দুল মতিন অভি বলেন, 'আগামী তিন বছর সততার সাথে এই প্রতিষ্ঠান পরিচালনা করা হবে। স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু মহোদয়ের  প্রতি আমি চিরকৃতজ্ঞ। তার সহযোগীতায় প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পেয়েছি। এমপি মহোদয়ের পরামর্শে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নসহ যাবতীয় উন্নয়ন  কার্যক্রম পরিচালিত হবে।

সভায় ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth