৭ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

গোবিন্দগঞ্জে ৮৮৮৪ পিস ট্যাপেনটাডলসহ কারবারি গ্রেফতার

আমাদের প্রতিদিন
10 months ago
274


গোবিন্দগঞ্জ  প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেনটাডল জব্দ করেছে র্যাব। এসময় মোতাহার আলী (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৬ মে) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মোতাহার আলী গোবিন্দগঞ্জ উপজেলার কুড়ি পাইকা গ্রামের সালজার রহমানের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৬ মে) বিকেলে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জের গোমানীগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা এলাকা থেকে মোতাহার আলীকে গ্রেফতারসহ তার কাছে থাকা নেশা জাতীয় ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেনটাডল জব্দ করা হয়। এরই মধ্যে কনক মিয়া (২২) নামের আরেক কারবারি পালিয়ে যায়।

রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোতাহার আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth