৭ ফাল্গুন, ১৪৩১ - ২০ ফেব্রুয়ারি, ২০২৫ - 20 February, 2025

চিলমারীতে গলায় রশি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আমাদের প্রতিদিন
8 months ago
219


আলমগীর হোসাইন, চিলমারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে গলায় রশির ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ওই বৃদ্ধের নাম মোস্তফা মিয়া (৫৫)।

তিনি উপজেলার ৪নং মডেল ইউনিয়নের রমনা খামার (বাঁধ) গ্রামের মৃত নসম উদ্দিনের ছেলে।

রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা জানান, স্ট্রোক জনিত কারণে বেশ কিছু দিন ধরে মোস্তফা মিয়ার মাথায় সমস্যা দেখা দেয়। সম্প্রতি মাথায় যন্ত্রণা বেশি হওয়ায় তিনি মাঝে মাঝে ছটফট করতেন এবং দা ও বটি দিয়ে আত্মহত্যার চেষ্টা করতেন। এ অবস্থায় রবিবার রাত আনুমানিক ৯.৪০ মিনিটে মোস্তফা মিয়ার স্ত্রী ও কন্যা ঔষধ কেনার জন্য দোকানে গেলে নিজ ঘরের দরজা বন্ধ করে দিয়ে ধর্ণার সাথে রশি বেঁধে গলায় পেচিয়ে আত্নহত্যা করেন তিনি।

রাত দশটার দিকে স্ত্রী ও কন্যা মিথিলা (১৪) বাসায় ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে লাশ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে তাৎক্ষণিক চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, এসআই ইদ্রিস আলী ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না থাকায় ও মৃত মোস্তফা মিয়ার ভাই-বোন স্ত্রী-সন্তানের অনুরোধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মৃত মোস্তফা মিয়ার স্ত্রী ময়না বেগম বাদী হয়ে চিলমারী মডেল থানা একটি ইউডি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth