২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

উপজেলা পরিষদ নির্বাচন: গঙ্গাচড়ায় বুধবার  ভোট গ্রহণ সকল প্রস্তুতি সম্পন্ন

আমাদের প্রতিদিন
6 months ago
281


নির্মল রায়, গঙ্গাচড়া (রংপুর):

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয়  ধাপে রংপুরের গঙ্গাচড়ায় বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। ঘোষিত তফসিল মোতাবেক বুধবার ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পুরো উপজেলার গ্রাম, পাড়া, মহল্লা, হাট, বাজার, রাস্তাঘাট সর্বত্র পোস্টারে ছেয়ে গেছে।

এদিকে  মঙ্গলবার (২৮ মে) সকাল থেকেই নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী উপকরণ ও মালামাল প্রেরণ করছে নির্বাচন কমিশন। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে মূলত চার প্রার্থীর মধ্যে লড়াই হবে। তারা হলেন গঙ্গাচড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন (কাপ পিরিচ),আলমবিদিতর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকারী  চেয়ারম্যান ও জেলা বিএনপি'র বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন (ঘোড়া),

উপজেলা বিএনপি'র বহিষ্কৃত নেতা ও বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  কামরুজ্জামান প্রামানিক লিপ্টন (আনারস),

ঠিকাদার কামেল শেরাফি মাহবুব (চিংড়ি মাছ)। এছাড়াও চেয়ারম্যান পদে লড়ছেন

গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম (মোটর সাইকেল), জাপা নেতা মোস্তাফিজার রহমান (লাঙ্গল), ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান (হেলিকপ্টার)।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী লড়ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন - বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম (হাঁস), উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হাবিবা আক্তার সীমা (ফুটবল), নোহালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য মিনা বেগম (পদ্মফুল), পারভিন বেগম (সেলাই মেশিন), নাছিমা আক্তার নাছি (কলস)।

পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সাজু মিয়া (উড়োজাহাজ), উপজেলা তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ গঙ্গাচড়া উপজেলার যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম (তালা), বাবু চৌধুরী (টিউবওয়েল), নিখিল চন্দ্র সরকার (মাইক), বেলাল হোসেন (বৈদ্যুতিক বাল্ব),  কৃষ্ণ চন্দ্র মহন্ত(চশমা), আনোয়ারুল ইসলাম (বই)।

গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা  ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তির্পূণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে উপজেলার মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth