ডোমারের জোড়াবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভিতর থেকে হেরোইনসহ সোহেল গ্রেফতার
ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ হাটের উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে হেরোইন বিক্রির সময় সোহেল (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশের অভিযানকারী দল।
গতকাল বুধবার ২৯শে মে রাতে ০২ গ্রাম হেরোইন বিক্রির সময় সোহেলকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি সোহেল মির্জাগঞ্জ সাফিরপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর (পিপিএম) (সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় এবং ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোহসীন আলীর নেতৃত্বে এসআই রোস্তম আলী, এএসআই শরীফুল ইসলাম, কনস্টেবল আখের আলী, কনস্টেবল আসাদুজ্জামানসহ সর্গীয় ফোর্স এর সমন্বয়ে গঠিত আভিযানিক দল নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে রাতে জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ হাট সংলগ্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে নেশা জাতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয়ের সময় সাফিরপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে সোহেল (২৩) কে ০২ (দুই) গ্রাম হেরোইন সহ হাতে-নাতে আটক করা হয়।
এবিষয়ে এসআই রোস্তম আলীর আনীত অভিযোগের প্রেক্ষিতে ডোমার থানার মামলা নং-১৮, তারিখ-২৯শে মে ২০২৪ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮ (ক)/৪১ রুজু করা হয়।ধৃত আসামীকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক জনাব মোঃ মহসীন আলী, এসআই মোঃ রোস্তম আলী, এএসআই মোঃ শরীফুল ইসলাম ও সঙ্গীয়া ফোর্স। এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন আলী জানান ডোমার উপজেলায় সরকার নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।