১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

গঙ্গাচড়ায় বিশ্ব তামাক-মুক্ত-দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 month ago
107


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি,

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তামাক ও ধূমপান উৎপাদনকারী কোম্পানিগুলোর হস্তক্ষেপ বন্ধ করে তামাকজাত দ্রব্যের বিভিন্ন চটকদারি বিজ্ঞাপন তৈরি ও সম্প্রচার বন্ধ করতে হবে। অনেক সময় দেখা যায়, এসব বিজ্ঞাপন দেখে কোমলমতি শিশু কিশোর ও যুবক-যুবতীরা ধূমপানের দিকে ঝুঁকে পড়ছে।

সভায় ধূমপান গ্রহণে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশনে ব্যাপক প্রচারের দাবি জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়