২১ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৫ ডিসেম্বর, ২০২৪ - 05 December, 2024

বিরলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
6 months ago
231


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বিরলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতিচারণ করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম।

শনিবার সকালে জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম এর বিরল পৌরশহরের বিরল বাজারস্থ বকুলতলা মোড়ের ব্যক্তিগত কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল, তাঁতীদল, কৃষকদল, ছাত্রদল এর আয়োজনে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান এর সঞ্চালনায় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা গোলাপ, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াসিন আলী, লিয়াকত আলী, কামরুজ্জামান, আসাদুল হক হীরা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জাহাঙ্গির আলম, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। সকাল থেকে হাফেজ ছাত্রদের মাধ্যমে পবিত্র কুরআন খতম শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির উত্তরোত্তর মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে শ্রমজীবীদের মাঝে খিচুড়ী বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth