৫ ফাল্গুন, ১৪৩১ - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ - 17 February, 2025

পীরগাছায় সড়ক পাকাকরণ ও সাতদরগা কলেজের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

আমাদের প্রতিদিন
8 months ago
162


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় দুটি গ্রামীন সড়ক পাকা করণ ও সাতদরগা কলেজের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন রংপুর—৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। গতকাল সোমবার সকালে উপজেলার প্রতাব জয়সেন তেতুল তলা হতে হরিচরণ এবং সাতদরগা আমতলা হতে কোকোয়ান নবু পর্যন্ত দুটি সড়ক পাকা করণের শুভ উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পীরগাছার বাস্তবায়নে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প—২য় পর্যায়ের আওতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এ সড়ক দুটি নির্মাণ করা হবে। এছাড়াও সাতদরগা কলেজের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহ শারেখ খন্দকার জয়, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, আবুল বাশার, সাতদরগা কলেজে সভাপতি ও ফ্রোট্রের্স গ্রুপের চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth