পলাশবাড়ীতে পোস্ট অফিসের জায়গা জবরদখলের চেষ্টা

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের সাসেক প্রকল্পের কাজ চলমান থাকায় ভাসমান কাউন্টার গুলো উচ্ছেদ করা হয়। উপায় অন্তর না পেয়ে কাউন্টার গুলো পোস্ট অফিসের জায়গা জবর দখল করে কাউন্টার স্থাপন কাজ চলমান রেখেছে । এ ঘটনায় পর পোস্ট মাস্টার মতিউর রহমান উপজেলা প্রশাসন ও থানা, তিনটি প্রেসক্লাবে লিখিত অভিযোগ দিয়েছেন এবং সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে বিভিন্ন স্থানে অভিযোগ দেওয়ার পরেও চলছে জবর দখলের কাজ। দিন দোলাচলা খেলা শেষে রাতারাতি গড়ে উঠবে এসব কাউন্টার দখলি স্থাপনা।
৩ জুন সোমবার দুপুর হতে এসব জবর দখলি কাউন্টার নির্মান কাজ শুরু করা হয়।
এ বিষয়ে পোস্ট মাস্টার মতিউর রহমান জানান,দিনে দুপুরে আমাদের পোস্ট অফিসের কাটাতারের বেড়া ভেঙ্গে স্থানীয় কাউন্টার মালিকগণ পোস্ট অফিসের জায়গা দখল করছে আমরা তাদের নিষেধ করার পরেও তারা আমাদের কথা কর্নপাত না করে দখল কাজ চলমান রেখেছে। তিনি আরো বলেন আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের ও গণমাধ্যমকর্মীদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান অবগত হয়ে পোস্ট মাস্টারকে দ্রুত থানায় যাওয়া নির্দেশ প্রদান করেন।