১১ চৈত্র, ১৪৩১ - ২৫ মার্চ, ২০২৫ - 25 March, 2025

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবসে গাছ বিতরণ

আমাদের প্রতিদিন
9 months ago
376


কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রামে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সনাক, স্বজন, মহিলা পরিষদ, আরডিআরএস ও সলিডারিটি যৌথভাবে পরিবেশ দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা ও গাছ বিতরণ করা হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও কুড়িগ্রাম প্রেসক্লাবে আলাদাভাবে মানববন্ধন রচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম, স্বজন সভাপতি খায়রুল আনম, সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির সূর্য,  জেলা মহিলা পরিষদ সভানেত্রী রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, সলিডারিটি'র প্রতিনিধি বদরুন্নেছা বীথি, আরডিআরএস'র যুব প্লাটফর্মের সভাপতি শাহিন আলম, জেলা ব্রেড গার্লস'র সভাপতি শিল্পী খাতুন, সাধারণ সম্পাদক সানজিদা আক্তার প্রমুখ। পরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আরডিআরএস'র উদ্যোগে শতাধিক গাছ বিতরণ করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth