রাণীশংকৈলে সিডিএ'র ফলের চারা বিতরণ

রাণীশংকৈলঃ
“ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা" প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সিডিএ'র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভূমিহীন সদস্যদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার(৫ জুন) দুপুরে দিবসটি উপলক্ষে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন(সিডিএ)'র সহযোগিতায় নন্দুয়ার ইউনিয়নের সিংহোড় গ্রামে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও সিংহোড় জনসংগঠনের আয়োজনে সভাপ্রধান খগেন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য টুপেন চন্দ্র রায়,আলোন রাণী রায়,উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের তাবারক আলী, আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুর রহমান, নির্বাহী সদস্য খগেন্দ্রনাথ রায়, ইউনিট ব্যবস্থাপক আহসান হাবিব প্রমুখ।