৫ চৈত্র, ১৪৩১ - ১৯ মার্চ, ২০২৫ - 19 March, 2025

বিরল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান,  ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ সম্পন্ন

আমাদের প্রতিদিন
9 months ago
141


বিরল (দিনাজপুর) প্রতিনিধি:

বিরল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ বৃহস্পতিবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথ গ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক স্থানীয় সরকার বিভাগ মোঃ আবু জাফর।

বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা ও ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা শপথ গ্রহণের পর সমর্থকবৃন্দ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক  সম্পাদক মোশাররফ হোসেন মানিক, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার আলী, কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান, মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও  পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস শুকুর, শহরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলামসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শুভেচ্ছা বিনিময় এর মধ্য দিয়ে শিল্পকলা একাডেমি রংপুর চত্বরে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হলে রংপুরে আগত সকল কর্মী ও সমর্থকদের নিয়ে ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ীতে মধ্যাহ্নভোজে মিলিত হোন পূণরায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth