১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

রংপুরে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী পালিত

আমাদের প্রতিদিন
1 month ago
66


খবর বিজ্ঞপ্তির:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ( বীর উত্তম) এর ৪৩তম মুত্যু বাষির্কী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে নগরীর পায়রা চত্বর পুরাতন বিএনপির গলিতে জিয়া সমর্থক গোষ্ঠি জুম্মাপাড়া রংপুরের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও সাবেক প্রচার সম্পাদক ফিরোজ আলম। এসময় বক্তব্য রাখেন, রংপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ, বিএনপি নেতা ইমতিয়াজ আলম তাজ, মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম চৌধুরী,সাবেক ছাত্রনেতা ও ঠিকাদার মোকলেছুর রহমান লিখন, যুবনেতা উজ্জল, স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম মোস্তফা, শ্রমিক দল নেতা মনিরুল ইসলাম মিন্টু প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ব্যবসায়ী গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর রুহের মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং সু—স্বাস্থ্যতা কামনা করা হয়। এছাড়াও রংপুর মহানগর বিএনপির প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর বিএনপির সাবেক সহ—সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, রুহুল আমিন বাবলু, জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী তারেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাফিজার রহমান বিপু, সাবেক যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান বাবু, মহানগর ওলামা দলের সাবেক আহবায়ক আফজালুর রহমান নোমান ও মহানগর ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা নুরুল আবছার দুলাল সহ রংপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জুম্মাপাড়া মাদ্রাসার শিক্ষক মুফতি একরামুল হক।  

 

 

সর্বশেষ

জনপ্রিয়