২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

কুড়িগ্রামে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

আমাদের প্রতিদিন
4 months ago
72


কুড়িগ্রাম প্রতিনিধিঃ 

‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের’ আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপÍরের উপ—পরিচালকের কার্যালয় চত্বরে রোববার দুপুরে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ শারমীন আক্তার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। জেলা তথ্য অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক জেবুন নেছা প্রমুখ।

বক্তারা বলেন সরকার নারীর জীবন মান উন্নয়নে এবং নিরাপত্তার জন্য সব ধরনের কর্মসুচি হাতে নিয়েছে। সরকারের নেয়া সকল প্রকল্পে নারী ও শিশুর সার্বিক উন্নয়নের বিষয়টি সম্পৃক্ত করা বাধ্যতামুলক করা হয়েছে। অসহায় নারীদের লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনী সেবা প্রদান করা হয়। মহিলা বিয়ক অধিদপ্তর প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বি করছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth