১২ শ্রাবণ, ১৪৩১ - ২৭ জুলাই, ২০২৪ - 27 July, 2024
amader protidin

কুড়িগ্রামে ঈদের আগেই উপহার  পেতে যাচ্ছে গৃহহীনরা

আমাদের প্রতিদিন
1 month ago
47


নতুন করে ঘর পাবে ৩৬৫ পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি:

ঈদের আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেতে যাচ্ছেন কুড়িগ্রামের গৃহহীন পরিবারগণ। এবার জেলায় ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস ব্রিফিং জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ

জানান, ইতোমধ্যে জেলার গৃহহীন চার হাজার ৫৫৩টি পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ ঘর বরাদ্দ সম্পন্ন করা হয়। এবার আরো ৩৬৫টি গৃহহীন পরিবারকে ঘর ও জমি প্রদানের সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে।প্রধানমন্ত্রীর দেয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কুড়িগ্রাম জেলায় উদ্বোধনের মাধ্যমে এসব ঘর এবং জমি সুবিধাভোগীর নিকট হস্তান্তর করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরমান হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

#

সর্বশেষ

জনপ্রিয়