কুড়িগ্রামে ভারি বৃষ্টিপাতে গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ভারি বৃষ্টিপাতের কারণে জেলা প্রশাসনের কার্যালয়, ফায়ার সার্ভিসসহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার ফলে দুর্ভোগে পড়েছে অফিসগামী মানুষ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
রোববার (৯ জুন) কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দেখা গেছে, ভারি বৃষ্টিপাতের ফলে জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস পিটিআইসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে বিড়ম্বনায় রয়েছে মানুষজন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের লিডার হামিদুর ইসলাম বলেন, একটু বৃষ্টি হলেই আমাদের অফিসে হাঁটু পানি হয়। এই পানি সরে যেতে অনেক সময় লাগে। এই পানিতে গাম বুট পড়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আগামী আরও ২-৩ দিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্নয় করে কাজ করা হবে।