৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

দিনাজপুরে কবরস্থানের গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আমাদের প্রতিদিন
7 months ago
110


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে কবরস্থানের গাছ কাটতে গিয়ে আলম হোসেন (৬২) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। গতকাল মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর পৌরসভার নিমনগর শেখপুরা এলাকার শেখ জাহাঙ্গীর কবরস্থানে এ ঘটনা ঘটে।

নিহত আলম হোসেন দিনাজপুর পৌরসভার নিমনগর শেখপুরা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর পৌরসভার নিমনগর শেখপুরা এলাকার শেখ জাহাঙ্গীর কবরস্থানের পূর্ব পাশের প্রাচীর সংলগ্ন স্থানে গাছ কাটতে যায় কয়েকজন শ্রমিক। এসময় একটি কাটা গাছ শ্রমিক আলমের মাথায় পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আলম হোসেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোঃ ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।##

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth